দিনাজপুরের চিরিরবন্দরে মৃত্যু দন্ডাদেশপ্রাপ্ত ও ৩ মাসের সাজাপ্রাপ্ত দুই আসামিকে র্যাবের সহযোগিতায় আটক করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের সনকৈড় গ্রামের ডাক্তারপাড়ার জয়নাল আবেদীনের ছেলে মানিকগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় অর্থদণ্ডসহ মৃত্যু দন্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি আনোয়ার হোসেন (৩৪) কে থানার এসআই নুর আলম সিদ্দিকসহ সঙ্গীয় পুলিশ র্যাবের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা থেকে গ্রেফতার করে। তার নামে ঢাকা সাভার মডেল থানায় আরও একটি হত্যা মামলা রয়েছে।
অপরদিকে, শুক্রবার বেলা ১১টায় উপজেলার রানীরবন্দরের আলোকডিহি ইউনিয়নের ঘাটেরপাড় থেকে গছাহার গ্রামের আমির উদ্দিনের ছেলে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রহিম (২৭) কে গ্রেফতার করা হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশীদ জানান, গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
























