শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করা হচ্ছে : এসপি

গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেছেন, যাতে করে ভোটকেন্দ্র গুলোতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে কঠোর নজরদারি রাখা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করা হচ্ছে।

সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২ টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী এসএম ম‌ডেল পাইলট সরকা‌রি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। জেলা প্রশাসকসহ নির্বাহী ম্যাজিস্ট্রটরা তদারকি করছেন।

এর আগে জেলা গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো. অলিউর রহমান বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রগুলো সিসিটিভির আওতায় আনা হয়। একই সঙ্গে প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত: গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে  ৭ উপজেলার ১ হাজার ১২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৮৫৭ ও নারী ভোটার ২৬৭ জন। ৮০টি ইউনিয়ন ও ৪টি পৌর সভার নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে একজন জেলা পরিষদ চেয়ারম্যান, ৩ জন সংরক্ষিত নারী সদস্য ও ৭ জন সাধারণ সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে সাধারণ সদস্য পদের এমএস রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জনপ্রিয়

সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করা হচ্ছে : এসপি

প্রকাশের সময়: ০১:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেছেন, যাতে করে ভোটকেন্দ্র গুলোতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে কঠোর নজরদারি রাখা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করা হচ্ছে।

সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২ টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী এসএম ম‌ডেল পাইলট সরকা‌রি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। জেলা প্রশাসকসহ নির্বাহী ম্যাজিস্ট্রটরা তদারকি করছেন।

এর আগে জেলা গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো. অলিউর রহমান বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রগুলো সিসিটিভির আওতায় আনা হয়। একই সঙ্গে প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত: গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে  ৭ উপজেলার ১ হাজার ১২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৮৫৭ ও নারী ভোটার ২৬৭ জন। ৮০টি ইউনিয়ন ও ৪টি পৌর সভার নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে একজন জেলা পরিষদ চেয়ারম্যান, ৩ জন সংরক্ষিত নারী সদস্য ও ৭ জন সাধারণ সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে সাধারণ সদস্য পদের এমএস রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।