মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:৩০ অপরাহ্ন

সাঁথিয়া জিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন 

মনসুর আলম খোকন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঁথিয়া (পাবনা)
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারন করে পাবনার সাঁথিয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তর টেনিস মাঠে এ ডিজিটাল মেলা অনুষ্ঠিত হয়। দিনের শুরুতে বেলুন উড়িয়ে মেলার শুভ সূচনা করা হয়।
উপলক্ষে প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা কুইজ প্রতিযোগিতা, পুরুস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ শফিকুল ইসলাম রিপনের পরিচালনায় এবং মেলার সভাপতি উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মাসুদ হোসেন এর সভাপতিত্বে এ ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার( ভূমি) মনিরুজ্জামান , ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ও সেলিমা সুলতানা শিলা, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা  আব্দুল লতিফ, অধ্যক্ষ আব্দুদ দাইন,সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম মজনু,উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বৈশাখী,সাঁথিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এম এ হাই,উপজেলা আইসিটি  অফিসার তপু কুমার দেবনাথ, কার্তিক সাহা,মোস্তাফিজুর রহমান লেলিন ও  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা  প্রমূখ। মেলায় ৩০ টি স্টল অংশ গ্রহন করে বিভন্ন সেবা প্রদান এবং অংশগ্রহনকারী বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবার খাতগুলো জনসম্মুখে তুলে ধরেন। এতে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশা পাশি সকল প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন ও সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে এবং মেলায় স্থানীয় উদ্ভাবন সমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও মিডিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন