রংপুর থেকে প্রকাশিত দৈনিক বায়ান্নর আলো (প্রিন্ট পত্রিকা) এ ২০২৩ সালের বর্ষসেরা প্রতিবেদক হিসেবে নির্বাচিত হয়েছেন তোফায়েল হোসেন জাকির। তার এই কৃতিত্ব অর্জনে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (১৬ মার্চ) বিকেলে আনুষ্ঠানিকভাবে পত্রিকা অফিসে তাকে ক্রেষ্ট তুলে দেন- পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল। পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সম্মাননা প্রদান করা হয়।
তোফায়েল হোসেন জাকির ওই পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি জেলার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বুজরুক রসুলপুর গ্রামের কফিল উদ্দিন ও জরিনা বেগম দম্পতির ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০৪ সালে গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক আজকের জনগণ পত্রিকার হাতেখরি হিসেবে তোফায়েল হোসেন জাকির ছাত্রজীবনে সাংবাদিকতা শুরু করেন। এই পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ অব্যাহত থাকার একপর্যায়ে তাকে স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এছাড়া ঢাকা থেকে প্রকাশিত মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪.কম এ জেলা প্রতিনিধি হিসেবে কাজের পর সেখানেও তার স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি হয়। তার দীর্ঘ সাংবাদিকতা পেশায় ভালো কাজের জন্য ঐতিহ্যবাহী সাদুল্লাপুর প্রেসক্লাব থেকে পুরুস্কৃত করেন দৈনিক সমকাল সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি শাহজাহান সোহেল। এছাড়া তোফায়েল হোসেন জাকির সাংবাদিকতা পেশায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ) গাইবান্ধা জেলা শাখা থেকে আনুষ্ঠানিকভাবে তাকে ক্রেষ্ট প্রদান করেন।
বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবজমিন, খোলা কাগজ ও ডেইলি অবজারভার এ উপজেলা প্রতিনিধি এবং ঢাকামেইল এবং বায়ন্নর আলোতে জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পাশাপাশা ঐতিহ্যবাহী সাদুল্লাপুর প্রেসক্লাবে যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে বর্ষসেরা প্রতিবেদক হওয়ায় তাকে সাংবাদিক সমাজসহ বিভিন্ন পেশা-শ্রেণির মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এ বিষয়ে সাংবাদিক তোফায়েল হোসেন জাকির বলেন, কর্ম ক্ষেত্রে সফল হওয়ার জন্য অনেক মানুষের এবং সহকর্মীদের সহযোগিতা প্রয়োজন হয়। তাহলে সাফল্য অর্জন করা সম্ভব। পেশাগত কাজের মূল্যয়ন করে যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তি আমাকে পুরস্কৃত করেছেন তাদের প্রতি চির কৃতজ্ঞ। আমার সকল অর্জন সহযোগি বন্ধুদের উৎসর্গ করে দিলাম।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















