শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

কৃষকের বীজ তলায় শত্রুর হানা

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

গাইবান্ধা সদর উপজেলার পুর্ব শত্রুতার জেরে কৃষকের বোরো বীজ তলায় বিষ প্রয়োগে পুড়ে দেওয়া অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার গিদারি ইউনিয়নের উত্তর গিদারি ডোবারবাতা গ্রামে দেখা গেছে ক্ষতি হওয়া বীজ তলার চিত্র। এসময় চরম দুশ্চিন্তায় ভোগছিলেন ক্ষতিগ্রহস্ত ফয়জার রহমান ও খয়বর রহমান।

জানা যায়, চলতি বোরো মৌসুমে ধান আবাদের জন্য  ফয়জার রহমান ও খয়বর রহমান বীজ তলা তৈরী করেন। এরই মধ্যে চারা উৎপাদনের প্রস্তুতি চলছিল। একপর্যায়ে মঙ্গলবার রাতে একই গ্রামের মৃত সইরুদ্দিনের ছেলে সবুজ মিয়া, সুজন মিয়া, ও মৃত ইউনুস আলীর ছেলে আকাব্বর আলী, মো. দুলুগংরা রাতের আঁধারে ঘাস মারার বিষ প্রয়োগ করায় ধানের বীজ তলা পুড়ে ফেলায় বলে ক্ষতিগ্রস্তরা জানায়।

এ তথ্য নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত কৃষক ফয়জার রহমান জানান, সবুজ মিয়া গংদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে তারা রাতের বেলায় আমাদের বোরো বীজ তলা ঘাস মারা ওষুধ ছিটিয়ে পুড়ে পেলেছে।

অভিযুক্ত সবুজ মিয়ারা বলেন, ওই বীজ তলা কে বা কারা নষ্ট করেছে সেটি আমাদের জানা নেই।

এ ব্যবাপারে গিদারি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ ইদু বলেন, আমি ক্ষতিগ্রস্ত ওই বীজতলাটি দেখেছি। তবে কারা এই বিষ দিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

 

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন