বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নারায়ণগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় প্রাণ গিয়েছে ৩ ব্যক্তির।   শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ডে বোরাক পরিবহনের একটি বাস দাড়িয়ে যাত্রী উঠানোর সময় হোমনা পরিবহনের একটি বাস  পিছন থেকে ধাক্কা দিলে তিনজন গুরুতর আহত হয়।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাস দুটির চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ বাস দুটি আটক করেছে।
নিহতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার রায়েরটেক গ্রামের ফজল করিমের ছেলে আবু বক্কর সিদ্দিক (২০), রংপুর জেলার কোতয়ালী থানার শ্যামপুর গ্রামের মুকুলের ছেলে ওহিদুল (৩২) ও চাদঁপুর জেলার মতলব থানার উদমদি গ্রামের নকুল সরকারের ছেলে সজিব সরকার (২৮)।
কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জাগো২৪.নেট-কে বলেন, লাশগুলো মর্গে পাঠানো হয়েছে। বাস দু‘‌‌‌টি আটক আছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন