বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বেড়েছে ২ লাখ ৬৬ হাজার ভোটার

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবার দ্বাদশ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে ২ লাখ ৬৬ হাজার ৩৪ জন ভোটার বেড়েছে। এর মধ্যে অধিকাংশরাই তরুণ-তরুণী ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) গাইবান্ধা জেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০১৮ সালে অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ছিলো- ১৭ লাখ ৮৬ হাজার ৬৬৪টি। এবার দ্বাদশ নির্বাচনে সেই সংখ্যা ছাড়িয়ে ভোটার বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৬৯৮। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২১টি।

ভোটার বৃদ্ধি হওয়া আসনগুলো হচ্ছে-

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মোট ভোটার বেড়েছে ৫৩ হাজার ৮৯৮। এর মধ্যে পুরুষ ২৮ হাজার ৬৫৭, নারী ২৫ হাজার ২৪৯ ও তৃতীয় লিঙ্গের ১ জন।

গাইবান্ধা-২ (সদর) আসনে মোট ভোটার বেড়েছে ৪৭ হাজার ৩৮৫। এর মধ্যে পুরুষ ২৪ হাজার ৩৯৩, নারী ২২ হাজার ৯৮৬ ও তৃতীয় লিঙ্গের ৬ জন।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মোট ভোটার বেড়েছে ৬২ হাজার ৯৩৪। এর মধ্যে পুরুষ ৩২ হাজার ৮৪, নারী ৩০ হাজার ৯৪৩ ও তৃতীয় লিঙ্গের ৭ জন।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মোট ভোটার বেড়েছে ৫৩ হাজার ৬৭৮। এর মধ্যে পুরুষ ২৮ হাজার ২১৮, নারী ২৫ হাজার ৪৫৪ ও তৃতীয় লিঙ্গের ৬ জন।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে মোট ভোটার বেড়েছে ৪৮ হাজার ১৩৯। এর মধ্যে পুরুষ ২৬ হাজার ৪৬৯, নারী ২২ হাজার ৬৬৯ ও তৃতীয় লিঙ্গের ১ জন।

সরেজমিনে দেখা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফশিলের কার্যবিধি অনুযায়ী ইতোমধ্যে ওইসব আসনে মোট ৩৪ জন প্রার্থী প্রতীক পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা পোস্টার সাঁটানোসহ কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণায় ভোটের মাঠে নেমেছেন। এবার গাইবান্ধার ৩টি আসনে নৌকার প্রার্থীদের ঠেকাতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা মরিয়া হয়ে উঠেছেন বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেন, জেলার ৫ টি আসনে ৭টি উপজেলার ৮১ টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ৬৪৬ টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি ওইসব কেন্দ্রে ২০ লাখ ৫২ হাজার ৬৯৮টি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল জানান, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সকল প্রস্তুতি নিচ্ছেন।

 

জনপ্রিয়

গাইবান্ধায় বেড়েছে ২ লাখ ৬৬ হাজার ভোটার

প্রকাশের সময়: ০৪:০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবার দ্বাদশ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে ২ লাখ ৬৬ হাজার ৩৪ জন ভোটার বেড়েছে। এর মধ্যে অধিকাংশরাই তরুণ-তরুণী ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) গাইবান্ধা জেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০১৮ সালে অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ছিলো- ১৭ লাখ ৮৬ হাজার ৬৬৪টি। এবার দ্বাদশ নির্বাচনে সেই সংখ্যা ছাড়িয়ে ভোটার বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৬৯৮। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২১টি।

ভোটার বৃদ্ধি হওয়া আসনগুলো হচ্ছে-

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মোট ভোটার বেড়েছে ৫৩ হাজার ৮৯৮। এর মধ্যে পুরুষ ২৮ হাজার ৬৫৭, নারী ২৫ হাজার ২৪৯ ও তৃতীয় লিঙ্গের ১ জন।

গাইবান্ধা-২ (সদর) আসনে মোট ভোটার বেড়েছে ৪৭ হাজার ৩৮৫। এর মধ্যে পুরুষ ২৪ হাজার ৩৯৩, নারী ২২ হাজার ৯৮৬ ও তৃতীয় লিঙ্গের ৬ জন।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মোট ভোটার বেড়েছে ৬২ হাজার ৯৩৪। এর মধ্যে পুরুষ ৩২ হাজার ৮৪, নারী ৩০ হাজার ৯৪৩ ও তৃতীয় লিঙ্গের ৭ জন।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মোট ভোটার বেড়েছে ৫৩ হাজার ৬৭৮। এর মধ্যে পুরুষ ২৮ হাজার ২১৮, নারী ২৫ হাজার ৪৫৪ ও তৃতীয় লিঙ্গের ৬ জন।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে মোট ভোটার বেড়েছে ৪৮ হাজার ১৩৯। এর মধ্যে পুরুষ ২৬ হাজার ৪৬৯, নারী ২২ হাজার ৬৬৯ ও তৃতীয় লিঙ্গের ১ জন।

সরেজমিনে দেখা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফশিলের কার্যবিধি অনুযায়ী ইতোমধ্যে ওইসব আসনে মোট ৩৪ জন প্রার্থী প্রতীক পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা পোস্টার সাঁটানোসহ কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণায় ভোটের মাঠে নেমেছেন। এবার গাইবান্ধার ৩টি আসনে নৌকার প্রার্থীদের ঠেকাতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা মরিয়া হয়ে উঠেছেন বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেন, জেলার ৫ টি আসনে ৭টি উপজেলার ৮১ টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ৬৪৬ টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি ওইসব কেন্দ্রে ২০ লাখ ৫২ হাজার ৬৯৮টি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল জানান, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সকল প্রস্তুতি নিচ্ছেন।