লালমনিরহাটে ফেরোশাস্ ফরটিনের সেনা মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মার্চ) সকাল ১০ ঘটিকায় লালমনিরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফসার আলী ও সকল সেনা মুক্তিযোদ্ধাদের আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে লালমনিরহাটের সাবেক জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসসি’র (অবঃ) এনডিসি মেজর জেনারেল ফজলে এলাহী আকবর। বিশেষ অতিথি ছিলেন পিএসসি’র (অবঃ) পাইওনিয়র এ্যাডজুটেন্ট মেজর সৈয়দ মিজানুর রহমান, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক ও ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতীক প্রমুখ।
এ সময় বিভিন্ন জেলা থেকে আগত ফেরোশাস্ ফরটিনের সেনা মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।