ভালোবাসা দিবসে পেশাজীবীদের মাঝে শতাধিক বৃক্ষ চারা বিতরণ করেছে হিউম্যান সার্ভিস সুন্দরগঞ্জ। রোববার (১৪ ফেব্রুয়ারি) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিতরণ করা হয়।
সংগঠনটির আহ্বায়ক নূর ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকারী সদস্য ননী গোপাল, লিফন মিয়া, আব্দুর সামাদ, কঙ্কম সরকার, ওসমান গণি, আরিফুল ইসলাম আরিফ,হাবির ও আরাফাত প্রমুখ।
বিতরণের সময় সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুর সামাদ বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে আসছে। তাই আজ ভালোবাসা দিবসে তরুণরা মানুষের মাঝে গাছ বিতরণ করে আসছে। তাদের এই মহৎ কাজের জন্য ধন্যবাদ জানাই। সাথে বনাঞ্চল বৃষ্টির জন্য সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানাই।
রিক্সা চাল সবুজ মিয়া বলেন, আমরা গাছ পেয়ে খুবই খুশি৷ আমার থেকে আমার ছোট মেয়ে হয়তো আরও খুশি হবে গাছ টি দেখে।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) 
























