টিসিবি কর্মকর্তা প্রতাপ রায়কে বরখাস্তের দাবিতে রংপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বেলা সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাবের মানববন্ধন করেন তারা।
এসময় সাংবাদিক নেতারা অভিযোগ করেন, টিসিবির দুর্নীতি নিয়ে সংবাদ পরিবেশন করায় প্রতাপ রায় ও তার ভাড়াটিয়া গুন্ডারা সাংবাদিকদের অনবরত হুমকি দিয়ে আসছে। ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি করলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানান তারা।
সাত দিনের মধ্যে প্রতাপকে প্রত্যাহার করা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন সাংবাদিকরা। মানববন্ধনে অংশ নেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক।
জাগো২৪.নেট,ডেস্ক 
























