বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় পোল্ট্রি খামারে অগ্নিকাণ্ড, সাড়ে ১০ লাখ টাকা ক্ষতি লড়াইয়ের মাধ্যমে আমরা তিস্তার পানি নিয়ে আসব:  মির্জা ফখরুল পাবনায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন ৮ বছর ধরে পড়ে আছে সেতু! বাঁশের সাঁকোই একমাত্র ভরসা সাদুল্লাপুরে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ বিএনপি ক্ষমতায় আসলে তিস্তারপাড়ের কষ্ট লাঘব করা হবে- বরকত উল্লাহ বুলু সাদুল্লাপুরে সাবেক ছাত্রলীগ নেতা হত্যা মামলায় জামায়াতের নেতাকর্মী আসামি, প্রতিবাদে সংবাদ সম্মেলন  সাদুল্লাপুরে স্ত্রীর সাথে ঝগড়া, বিষপান স্বামীর সাদুল্লাপুরে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধার সামগ্রিক উন্নয়নে সমস্যা চিহ্নিতকরণ-সমাধান করণীয় শীর্ষক সেমিনার

তালগাছের নৈসর্গিক দৃশ্যে মুগ্ধ পথিক

তোফায়েল ও শামীম, জাগো২৪.নেট
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

মেঠোপথে সারি সারি তালগাছ। উঁকি দিচ্ছে নীল আকাশে। ছড়িয়েছে মুগ্ধকর পরিবেশ। দৃষ্টি কাড়ছে সুন্দর ও নৈসর্গিক দৃশ্যে। গ্রামীণ জীবনের এমন প্রতিচ্ছবিতে আকৃষ্ট হচ্ছেন পথিকরা। সেই সঙ্গে জীববৈচিত্র রক্ষা করছে এইসব তালগাছ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের তাহেরপুর-ইসবপুর কাঁচা রাস্তায় দেখা যায়- সারি সারি তালগাছের চিত্র। এ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোর মনোমুগ্ধ পরিবেশ উপভোগ করতে প্রকৃতি প্রেমিদের আনাগোনাও লক্ষ্য করা গেছে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষাসহ মানুষ ও পশু-পাখিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার লক্ষ্যে প্রায় ২১ বছর আগে একটি প্রকল্প থেকে তালগাছের চারা রোপণ করা হয়। বজ্রপাত নিরোধক ও পরিবেশবান্ধব গাছগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করছে। পরম বন্ধ এই গাছে ইতোমধ্যে ফল আসারও সম্ভাবনা দেখা দিয়েছে। এরই মধ্যে নতুন করে ঘর বাঁধার চেষ্টা করছে বাবুই পাখির দল। মাঝে মধ্যে এই পাখিগুলোর কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠছে পুরো এলাকা। সবুজ পাতার ছায়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তালগাছগুলো দৃষ্টিনন্দিত হয়ে ওঠছে। সেই সঙ্গে প্রকৃতি প্রেমিরাও চিরায়ত গ্রামবাংলার এই সৌন্দর্য উপভোগ করছেন।

ফাতেমা আক্তার পারুল নামের স্থানীয় এক শিক্ষার্থী বলেন, বাড়ি থেকে অন্য পথে কলেজে যাওয়া-আসা করছিলাম।  এখন তালগাছের টানে তাহেরপুর-ইসবপুর মেঠোপথে যাতায়াত করি। সারি সারি তালগাছের রূপে আমি মুগ্ধ হই।

বন বিভাগের কর্মকর্তা এএইচএম শরিফুল ইসলাম মন্ডল জানান, বজ্রপাত রক্ষাসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে তালগাছ মানুষের জান-মাল রক্ষা করে। কিন্তু আগের মতো তালগাছগুলো তেমন চোখে পড়ে না। উপকারীতা বিভিন্ন বৃক্ষ দিনদিনে বিলুপ্তির পথে। এরই মধ্যে ওই রাস্তার পাশে তালগাছগুলো মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফেরাচ্ছে।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক খোরশেদ আলম বলেন, তালগাছ বজ্রপাত নিরোধক ও পরিবেশবান্ধব। প্রাকৃতিক দুর্যোগে মাঠে কৃষকের মৃত্যুর ঝুঁকি কমাতে মানুষদের তালগাছ লাগানোর উদ্বুর্ধ করা হচ্ছে।

 

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন