দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগম ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম।