প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে, এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না। তাই নিজের জায়গায় সবজি চাষ করে মহাখুশি হয়েছেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব।
তিনি বলেন, নিজের বাগানের লাল শাক তুলে অসম্ভব সুন্দর লাগছে। নিজের হাতে বুনানো লাল শাক করে সেই শাক তুলে খাবো বিশ্বাসই করতে পারছি না। কারণ, বাসার সঙ্গে বাজার হওয়ায় সব সময়ে কিনে থাকি। তাই নিজে বুনা শাক তুলে রান্না করে খাওয়াটার তৃপ্তিই আলাদা। তাই সবাই যদি কম-বেশি ফাঁকা জায়গায় শাখ-সবজি নিজে পরিশ্রম করে নিজেদের চাহিদা মেটাতে পারে, তাহলে দেশকে উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব।
সাহারিয়া খান বিপ্লব জাগো২৪.নেট-কে আরো বলেন, সরকারের প্রস্তাবিত একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে দেশের সব চাষ্যযোগ্য জমি উৎপাদনমুখী করা হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। শহরে কিংবা গ্রামে যারা থাকেন তাদের মধ্যে অনেকেরও ফাঁকা জায়গায় পতিত থাকে। তাড়া যদি ফাঁকা জায়গায় সবজি চাষ করে নিজের খাদ্য নিজরাই উৎপাদন করতে পারে তাহলে তাদের সবজির চাহিদা মেটাতে পারবে বলে মনে করছেন তিনি।
আবু হাসানুল হুদা রাশেদ, সাদুল্লাপুর থেকে: 


















