গাইবান্ধার সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। এ লটারি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।
সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) মো. জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো রাশিদুল কবির, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুজ্জামান খান, খাদ্য কর্মকর্তা মো. আলাউদ্দিন বসুনিয়া, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দীন ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যে জানা যায়, ১ পৌরসভা ও ১৫ ইউনিয়নে মোট ডিলার পয়েন্ট ৪৮। এরমধ্যে আবেদন পরে ২৩২ টি। বাতিল হয় ৬৩ টি। বাকী বৈধ আবেদন পত্রগুলোর মধ্যে এ লটারি অনুষ্ঠিত হয়।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
























