গাজীপুর জিরানীবাজার নর্দান ফ্যাশন লিমিটেড নামের এক পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে ৪৫ মিনিটে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানায়, ৭ তলা বিশিষ্ট কারখানাটির ৩য় তলা কাটিং সেকশন থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে সেই আগুন ফেব্রিক এর স্টরে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেছেন তারা।
এস,এম, আবুবক্কর সিদ্দিক, স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর 



















