গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি মিশুক অটোভ্যানে যাত্রীসেজে গাঁজা বহন করছিলেন পাপুল মিয়া বাবু (২৫) নামের এক মাদক কারবারি। এসময় খবর পেয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলের দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের চক গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত পাপুল মিয়া বাবু (২৫) ফরিদপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের আব্দুল করিম মিয়ার ছেলে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদারগঞ্জগামী একটি মিশুক অটোভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এতে গাড়ীর বসে থাকা পাপুল মিয়া বাবুর কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে দুই কেজি শুকনো গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
তরুণ কুমার রায় আরও বলেন, গ্রেফতার করা মাদক ব্যবসায়ী পাপুল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি অধিদপ্তরের কর্মকর্তারাই তদন্ত করবেন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 























