আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. মাজেদুর রহমান।
শুক্রবার দিনভর তিনি বেলকা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় তিনি গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময়, এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনা এবং উন্নয়ন বিষয়ক মতবিনিময় ও উঠান বৈঠক করেন। এতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গণসংযোগকালে অধ্যাপক মাজেদুর রহমান বলেন, সুন্দরগঞ্জের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে জনগণের সহযোগিতা অপরিহার্য। দীর্ঘদিন ধরে সুন্দরগঞ্জের বিস্তীর্ণ চরাঞ্চলসহ অনেক এলাকাই অবহেলিত রয়েছে। নদীভাঙন, শিক্ষা, স্বাস্থ্যসেবা সংকট, কৃষি উৎপাদনে চ্যালেঞ্জ—এসব সমস্যা মানুষের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে। এসব সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা ছাড়া স্থায়ী উন্নয়ন সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘আমি সুন্দরগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চাই। বিশেষ করে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কৃষিপণ্য পরিবহনের সুবিধা, চরবাসীর নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা এবং নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতি আমি অঙ্গীকারবদ্ধ।
গণসংযোগে মানুষের উৎসাহ ও ইতিবাচক সাড়া নিয়ে তিনি বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। তাদের এই প্রত্যাশা ও ভালোবাসা আমাকে আরও আন্তরিক ও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে।
গণসংযোগ ও উঠান বৈঠকগুলোতে বক্তব্য রাখেন বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্যাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এডভোকেট মো. আলমগীর হোসাইন, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. সামিউল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহান ইসলাম, পৌর সাংগঠনিক থানা শিবিরের সভাপতি শাহিন সরকার, বেলকা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা একেএম নাজমুল হুদা, সেক্রেটারি মাওলানা ওহেদুজ্জামান সরকার, তারবিয়াত সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, যুব জামায়াতের সভাপতি শিহাব মো. শাহাবুদ্দিন প্রমূখ।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

























