গাইবান্ধার সাঘাটা উপজেলায় তীব্র দাবদাহে (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বোনারপড়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মরত বিলিং সহকারী।
বৃহস্পতিবার (২ মে) বোনারপাড়ায় এ ঘটনা ঘটে। সেলিনা মমতাজ রংপুর শহরের জুম্মাপাড়া মৃত হাসান উল্ল্যা শরীফের মেয়ে।
স্থানীয়রা জানায়, ভাড়া বাসা থেকে বোনারপাড়া পল্লী বিদ্যুৎ অফিসে যাওয়ার পর অসহনীয় গরমে অসুস্থ হয়ে পড়ে। এসময় অফিসের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তিনি অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোক করে মারা গেছে বলে অনেকের ধারণা।
ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলার বোনারপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার কামরুজ্জামান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
























