দিনাজপু্রের চিরিরবন্দরে সাতনালা ইউনিয়নে ধানের শীষ প্রতিকের প্রার্থী আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়ার উঠান বৈঠক, গণসংযোগ, মতবিনিময় ও দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টা হতে উপজেলা বিএনপি ও সাতনালা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রামের পন্ডিতপাড়ায় ভোটারদের সাথে উঠান বৈঠক, গণসংযোগ ও মতবিনিময় করেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।
সাতনালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাতনালা ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক শাহর সভাপতিত্বে এসময় চিরিরবন্দর উপজেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর আলম সরকার দুল, উপজেলা বিএনপি’র সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যূগ্ম আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চিরিরবন্দর আহবায়ক ননী গোপাল রায় প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা বিএনপি, সাতনালা ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উঠান বৈঠক শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও রোগমুক্তি কামনায় দোয়া করা হয়
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















