‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গর্ব স্বদেশ’—এই স্লোগানে লালমনিরহাটে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস লালমনিরহাটের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি কালেক্টরেট মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আইনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
এ সময় এইচ এম রকিব হায়দার বলেন, পরিকল্পিত ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রবাসে যাওয়ার আগে প্রত্যেককে অবশ্যই নির্দিষ্ট কাজভিত্তিক প্রশিক্ষণ ও বাস্তব দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা ছাড়া বিদেশে গিয়ে অনেক সময় প্রতারণার শিকার হতে হয় এবং কাঙ্ক্ষিত কর্মসংস্থান পাওয়া যায় না। তিনি বিদেশগামীদের সরকারি অনুমোদিত ও বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে প্রবাসে যাওয়ার আহ্বান জানান এবং দালালচক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম শিকদার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ সাজেদুল ইসলাম ও আরডিআরএস লালমনিরহাটের প্রোগ্রাম অফিসার আব্দুর রাজ্জাক।
এরপর আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে লালমনিরহাট কালেক্টরেট মাঠে দিনব্যাপী প্রবাসী মেলার অনুষ্ঠিত হয়। প্রবাসী মেলায় সাতটি স্টল স্থান পায়। প্রবাসী মেলায় বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 

















