শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদির মৃত্যুতে সুন্দরগঞ্জে ছাত্র-জনতার শোক র‍্যালি ও গায়েবানা জানাজা

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে শোক র‍্যালি ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা উপজেলা পরিষদ জামে মসজিদ মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহান ইসলাম, সুন্দরগঞ্জ পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সজিব ও সুন্দরগঞ্জ পৌর বাজার জামে মসজিদের ইমাম সৈয়দ মাহমুদ হাসান।

জানাজা শেষে শহীদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন পৌর বাজার জামে মসজিদের ইমাম সৈয়দ মাহমুদ হাসান।

এর আগে, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ চত্বর থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জানাজা স্থলে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, উপজেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান বকসি, সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা ছাত্রশিবিরের সভাপতি শাহিন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী নুর আলম মিয়া নুর, এনসিপির যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্র-জনতা।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি শরিফ ওসমান হাদী গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার বিজয়নগর এলাকায় গণসংযোগকালে গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হলে গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানকার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে শরিফ ওসমান বিন হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাদির মৃত্যুতে সুন্দরগঞ্জে ছাত্র-জনতার শোক র‍্যালি ও গায়েবানা জানাজা

প্রকাশের সময়: ০৬:১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে শোক র‍্যালি ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা উপজেলা পরিষদ জামে মসজিদ মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহান ইসলাম, সুন্দরগঞ্জ পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সজিব ও সুন্দরগঞ্জ পৌর বাজার জামে মসজিদের ইমাম সৈয়দ মাহমুদ হাসান।

জানাজা শেষে শহীদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন পৌর বাজার জামে মসজিদের ইমাম সৈয়দ মাহমুদ হাসান।

এর আগে, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ চত্বর থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জানাজা স্থলে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, উপজেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান বকসি, সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা ছাত্রশিবিরের সভাপতি শাহিন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী নুর আলম মিয়া নুর, এনসিপির যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্র-জনতা।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি শরিফ ওসমান হাদী গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার বিজয়নগর এলাকায় গণসংযোগকালে গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হলে গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানকার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে শরিফ ওসমান বিন হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।