কিংবদন্তি দুই শিল্পী কুমার বিশ্বজিৎ ও ফাহমিদা নবী। গানের আকাশে এই দুটি নাম ধ্রুবতারার মতো জ্বলজ্বল করছে। বাংলা গানকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছেন তারা। স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
এবার কুমার বিশ্বজিতের সঙ্গে একটি সিনেমায় গাইলেন ফাহমিদা নবী। গানটির কথা ও সুর মিলন খানের। সঙ্গীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ। সিনেমাটি নির্মাণ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নাম ‘সুরঞ্জনা’। সম্প্রতি গানটি রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে।
ফাহমিদা নবী বলেন, ‘গানটি মিষ্টি প্রেমের। গানের কথা সুর ও সঙ্গীত আমার ভীষণ ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে। বিশ্বদাকে চমৎকার সঙ্গীতায়োজনের জন্য ধন্যবাদ।
ফাহমিদা নবী জানান, এর আগেও কুমার বিশ্বজিতের সঙ্গে সিনেমায় গান গেয়েছেন তিনি।
সম্প্রতি ‘অচিনপুর’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ফাহমিদা নবীর গাওয়া নতুন গান ‘হেরে যাওয়ার গল্প’। গানটি লিখেছেন সাবরিনা সুলতানা চৌধুরী এবং সুর সঙ্গীত করেছেন সুদীপ্ত শাহীন।
ইতোমধ্যেই বাপ্পা মজুমদারের সুর সঙ্গীতে কবির বুকলের লেখায় ‘চাইছি হতে’ নামের আরো একটি গানে কন্ঠ দিয়েছেন বলেও জানান নন্দিত এই গায়িকা।
জাগো২৪.নেট, বিনোদন ডেস্ক 

























