রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার বিনোদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় কুমিল্লার সব বিনোদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জেলার সর্বপ্রকার রিসোর্ট, পিকনিক স্পট, বিনোদন পার্ক, কমিউনিটি সেন্টার, কোচিং সেন্টার, সিনেমা হল এবং অন্যান্য জনসমাগমস্থল বন্ধ থাকবে। কোনো ধরনের মিছিল, সমাবেশ, উৎসব, অনুষ্ঠান, ওয়াজ মাহফিল ইত্যাদি আয়োজন করা যাবে না। মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শপিং মল, হাট-বাজার ও বিপনি বিতানের ক্রেতা-বিক্রেতাকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ধারণক্ষমতার ৫০ ভাগের বেশি যাত্রী নেয়া যাবে না। জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া যাবে না। ঘরের বাইরে গেলে মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। কেউ স্বাস্থ্যবিধি না মানলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়

কুমিল্লার বিনোদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশের সময়: ০৯:১৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় কুমিল্লার সব বিনোদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জেলার সর্বপ্রকার রিসোর্ট, পিকনিক স্পট, বিনোদন পার্ক, কমিউনিটি সেন্টার, কোচিং সেন্টার, সিনেমা হল এবং অন্যান্য জনসমাগমস্থল বন্ধ থাকবে। কোনো ধরনের মিছিল, সমাবেশ, উৎসব, অনুষ্ঠান, ওয়াজ মাহফিল ইত্যাদি আয়োজন করা যাবে না। মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শপিং মল, হাট-বাজার ও বিপনি বিতানের ক্রেতা-বিক্রেতাকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ধারণক্ষমতার ৫০ ভাগের বেশি যাত্রী নেয়া যাবে না। জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া যাবে না। ঘরের বাইরে গেলে মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। কেউ স্বাস্থ্যবিধি না মানলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।