নিউ লাইফ ফাউন্ডেশন এর সাদুল্লাপুর উপজেলার ৪নং জামালপুর ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়েছে।এতে তোফায়েল হোসেন জাকিরকে সভাপতি ও মামুন মণ্ডলকে সাধারণ সম্পাদক করা হয়।
এ উপলক্ষে শুক্রবার (২ এপ্রিল) বিকেলে জামালপুরের নাগবাড়ী বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন তোফায়েল হোসেন জাকির।
বক্তব্য রাখেন, নিউ লাইফ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর আলম সবুজ, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান মাস্টার, মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া আক্তার লাইজু ও জামালপুরের মামুন মন্ডল প্রমূখ।
বক্তারা বলেন, নিউ লাইফ ফাউন্ডেশন নামের এই সংগঠনটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ। তার নেতৃত্বে ও সার্বিক তত্ববধায়নে পীরগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ অসহায় মানুষদের সেবাদান দিয়ে চলেছেন।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে জামালপুর ইউনিয়ন শাখার ১১ সদস্য কার্যনির্বাহী পরিষদ ও ১৮ সদস্য সাধারন পরিষদসহ মোট ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এই কমিটিতে প্রাথমিকভাবে যারা মনোনিত হলেন, সভাপতি তোফায়েল হোসেন জাকির, সহ সভাপতি সেলিম মন্ডল, সাধারণ সম্পাদক মামুন মন্ডল, সহ সাধারণ সম্পাদক শামীম সরদার, সাংগঠনিক সম্পাদক ছায়রুল ইসলাম, কোষাধ্যক্ষ রেইন মিয়া, প্রচার সম্পাদক উজ্জল আকন্দ, দপ্তর সম্পাদক শাহীন সরদার, কার্যকরি সদস্য হাবিবুর রহমান, আবু সাঈদ আকন্দ, রমজান আকন্দ এবং সাধারণ সদস্য মোসলেম আলী, রিপন মন্ডল, সাহিদা খাতুন, আনোয়ারুল ইসলাম, আব্দুস সামাদ, খাদেমুল ইসলাম খোকন, মমিনুল ইসলাম বাবুল, আবু সায়েম আকন্দ, তৌহিদুল ইসলাম, রুবেল মিয়া, আসাদুজ্জামান দুলু, রাজকিন চৌধুরী, রেজাউল করিম, লিটন মিয়া, মিঠু মিয়া, ময়নুল ইসলাম, জিয়া সরকার ও সাদিয়া আক্তার।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 



















