১৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। পণ্যের ভুয়া রিভিউ কেনাবেচার দায়ে এসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়।
অভিযোগ ছিল তারা টাকার বিনিময়ে বিভিন্ন পণ্যের নজরকাড়া ও চটকদার রিভিউ দেয়। যা দেখে সত্যিকারের ক্রেতারা বিভ্রান্ত হয়ে পড়ে।
যুক্তরাজ্যের বাজার প্রতিযোগিতা তদারককারী কর্তৃপক্ষের (সিএমএ) নজরদারি ও হস্তক্ষেপের ফলে ফেসবুক এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফেসবুক জানিয়েছে, তারা ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড কনটেন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার জন্য নীতিমালায় কিছু পরিবর্তন নিয়ে আসছে। যেসব পেইড কনটেন্ট ব্যবহারকারীদের বিভ্রান্ত করবে এবং প্রতারিত করতে প্রলুব্ধ করবে সেগুলো ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেয়া হবে।
গত বছরও ফেসবুক একই অভিযোগে অভিযুক্ত ১৮৮টি গ্রুপ ও ২৪টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল।
জাগো২৪.নেট ডেস্ক 
























