নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে গাইবান্ধার সাদুল্লাপুরে স্বাস্থ্যসহকারীদের কর্ম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসাসিয়েশন এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের ন্যায় সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্ম বিরতি পালন করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) সংগঠনটির সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সভাপতি মাসুদার রহমান, সহ সভাপতি আতাউর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক সামসুজ্জোহা, সহ সাধারণ সম্পাদক রাজিউল কবির, সাংগঠনিক সম্পাদক মামুন খান ও মহিলা সম্পাদিকা বেগম রোকেয়া প্রমূখ।
খোরশেদ আলম 



















