১৪ থেকে ২১ এপ্রিল ঘোষিত লকডাউনে ব্যাংক বন্ধ থাকলেও চালু থাকছে এটিএম বুথ। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুধু তাই নয়, এ সময়ের জন্য বাড়ানো হয়েছে টাকা উত্তোলনের সীমা। আগের নিয়মে এটিএম কার্ডধারীরা দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা উত্তোলন করতে পারতেন। কিন্তু লকডাউনকালীন সময়ে সেই সীমা বাড়িয়ে এক লাখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (১২ এপ্রিল) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার কোম্পানি ও সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবা নিশ্চিত করতে বলা হয়েছে।
গত বছরের শেষে এবং এ বছরের শুরুতে করোনাভাইরাসের সংক্রমণ কমে যেতে থাকলেও মার্চ থেকে সংক্রমণ আবার বাড়তে থাকে। এরপর গত ৫ এপ্রিল সকাল ছয়টা থেকে সাত দিনের লকডাউন বা বিধিনিষেধ জারি করে সরকার। এরপর তা আরও একটু কঠোর করে ১৪ এপ্রিল সকাল ছয়টা পর্যন্ত বর্ধিত করা হয়।
জাগো২৪.নেট ডেস্ক 
























