রেডিও সারাবেলার ৯৮.৮ এফএম-এর ১৪২৮ বঙ্গাব্দের ক্যালেন্ডারে ছবি প্রকাশ হওয়া আলোকচিত্রশিল্পী মো. কাওছার আহম্মেদ কনক কে সংবর্ধনা দেয়া হয়।
রোববার (৩০ মে) বিকেলে রেডিও সারাবেলা হলরুমে স্বাস্থ্যবিধি মেনে এ অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করে রেডিও সারাবেলা।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সারাবেলা’র চেয়ারম্যান ও এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডিও সারাবেলা’র সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুক। এরপর আলোকচিত্রশিল্পী কাওছার আহম্মেদ কনককে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সারাবেলা’র চেয়ারম্যান বলেন, গাইবান্ধাকে এগিয়ে নিতে বিভিন্নভাবে কাজ করছে রেডিও সারাবেলা। আলোকচিত্রশিল্পী সংবর্ধনা অনুষ্ঠান তারই একটা অংশ। এর মাধ্যমে তারা এ কাজে আরও বেশি উৎসাহিত হবে। সেই সাথে তিনি আলোকচিত্রশিল্পী কাওছার আহম্মেদ কনকের উত্তরোত্তর সফলতা কামনা করেন। এসময় সারাবেলার সম্প্রচারকর্মীরা উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 























