জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য্য নির্মাণে বিরোধীতা করার প্রতিবাদে রংপুরের পীরগঞ্জে উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজা আফরোজের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সভাপতি জোহরা বেগম, সহ-সভাপতি রেহেনা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা, মহিলা কমিশনার আঞ্জুয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক রুপালী বেগম প্রমুখ। এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন- উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিয়া ও সাধারণ সম্পাদক মামনুর রশিদ মেরাজুল।
বক্তরা বিএনপি-জামায়াতের মদদপুষ্ট উগ্রমৌলবাদী ও ধর্মান্ধগোষ্টী কর্তৃক জনমনে বিভান্তিমূলক ফতোয়া ছড়ানো এবং ভাষ্কর্য্য নির্মাণের বিরুদ্ধে ফতোয়াবাজ মৌলবাদী মামুনুল হকসহ হেফাজতে ইসলামের সকল নেতাকর্মী আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট পীরগঞ্জ (রংপুর) 



















