মাত্র ৮ মাস বয়সি শিশু মোজাহিদ মিয়া। তার কোমরে পিছনে বিশাল একটি টিউমার সাদৃশ্য ফুটো হয়ে পানি বের হচ্ছে। অর্থাভাবে আটকে গেছে উন্নত চিকিৎসেবা। তাই শিশুটিকে বাঁচাতে হৃদয়বান ব্যক্তিদের নিকট আঁকুতি জানিয়েছে মা-বাবা।
অসুস্থ এই মোজাহিদ মিয়া কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের মধ্যবালাকান্দি ভাটিয়াপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে ।
সরেজমিনে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জানা যায়, মতিয়ার রহমান পেশায় একজন দিনমজুর। একদিন শ্রম বিক্রি না করলে পেট চলে না পরিবারের। স্ত্রী হেলেনা বেগম ও ৩ সন্তানকে নিয়ে কোনমতে দিনাতিপাত করে আসছিলেন। এমতাবস্থা হেলেনার কোল জুড়ে জন্ম নেয় শিশু মোজাহিদ মিয়া। এরপর নানা রোগে বাসা বাঁধাসহ কোমরে পিছনের দিকে টিউমার সাদৃশ্য দেখা যায় মোজাহিদের। তখন থেকে বিভিন্নভাবে চিকিৎসা কারানোর পর এ শিশুকে সুস্থ করতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দেড় মাস চিকিৎসার পর অর্থাভাবে আটকে যায় চিকিৎসাসেবা। বাধ্য হয়ে অসুস্থ সন্তানকে নিয়ে ফিরে আসেন নিজ এলাকায়। বর্তমানে শিশুটিসহ ৪ সন্তান নিয়ে অন্যের বাড়িতে বসবাস করে আসছে মতিয়ার ও হেলেনা। বিভিন্নভাবে ধার-দেনা করে সন্তানকে বাঁচানোর চেষ্টায় একদম নিঃশ্ব হয়ে পড়েছে পরিবারটি।
বিদ্যমান পরিস্থিতিতে শিশুটি গত ৩ দিন ধরে বাড়িতে খুবই অসুস্থ অবস্থায় পড়ে আছে। কিন্তু তার বাবা-মায়ের নিকট কোন টাকা-পয়সা না থাকায় উন্নত চিকিৎসা নিতে পারছেন না। কিন্তু শিশুটির চিকিৎসা জরুরী দরকার।
তাই মতিয়ার রহমান তার শিশুকে মোজাহিদকে বাঁচাতে স্থানীয়সহ দেশের দানশীল ব্যক্তি-প্রতিষ্ঠানের নিকট আর্থিকসহ নানাভাবে সহযোগিতার আঁকুতি জানিয়েছে। সহযোগীতা করতে ০১৭৩৪৩৮০৬৬২ নং মোবাইল নাম্বারে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, কুড়িগ্রাম 


















