গাইবান্ধার পলাশবাড়ী পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক মেয়র প্রার্থী আবু বকর প্রধানের পক্ষে বিশাল গনসংযোগ করেছেন পৌরবাসী।
শনিবার (৫ ডিসেম্বর) নারী-পুরুষের সমান অংশ গ্রহনে পলাশবাড়ী পৌর শহরের ঘোড়াঘাট রোডে থেকে গণসংযোগটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন স্থানে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন কর্মী-সমর্থকরা।
নির্বাচনী গণসংযোগকালে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আবু বকর প্রধান। এসময় তার সাথে ছিলেন কর্মী সমর্থক ও বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও পলাশবাড়ী পৌরসভা উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু বকর প্রধানকে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের নারী-পুরুষ ভোটারদের আহবান জানান।
সোহেল রানা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পলাশবাড়ী (গাইবান্ধা) 



















