বিরূপ বিধাতা
ফাতেমা রহমান
বিমুখ বিরূপতায় বিশ্ব বিধাতা।
তুমিই অসীম তোমারি সব ক্ষমতা।
নত শিরে সদায় তোমারি কাছে নোয়াই মাথা।
কত হাত তুলে বান্দা দিবারাত
তোমারি দরবারে করছে অশ্রুপাত।
তবু থামছেনা করোনার বাজিমাত।
পুষে আছো কতো অভিমান আর বিরূপতা।
মুখ ঘুরে থাকবে আর কতো হে বিধাতা?
বান্দা তোমার গোনাহগার পরম অসহায়।
প্রতিদিন কেঁদে মরে স্বজন হারা বেদনায়।
ক্ষমা করো হে মহান, হওগো সহায়।।
পথ দেখাও পথিকরে এমনি নিরাশায়।
ফাতেমা রহমান, পয়েম করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
























