এই নোংরা মানষিকতার শহরে
সাবরিনা জাহান সুমি
আমি বাস করছি আমাদের এই লক্ষ্যভ্রষ্ট উন্মাদ নগরে উদ্বাস্তুর মতো,
একবিংশ শতাব্দীর ভীড়ে নতুন রঙ্গমঞ্চের আরশে।
বাস করছি জিম্মি হয়ে শোষকের অথর্ব রাজনীতির শাসনে অপুষ্পক উদ্ভিদের মতো
মানুষের অস্তিত্ব গুড়িয়ে লেলিহান শিখায় নিক্ষেপ করার এই সংস্কারে।
বাস করছি খুনিদের কসাইখানায় ভিন্ন মতাদর্শীদের জবাই করার সংস্কৃতিতে,
ধর্ষণে নিপীড়িত নারীর আত্নগ্লানির শহরে।
এখানে ঠিকানাহীন চিঠির মতো ভাগাড়ে ঠাঁই নেয় রমণীর সম্ভ্রম,
লাফিয়ে চলে ধর্ষণের প্রতিযোগিতা।
এখানে প্রতিহিংসার নীতিতে করছি ভয়ের মেঘমালায় বসবাস
বাকবিতণ্ডায় মুখর এ অসভ্য সভ্যতায়।
এখানে ক্ষমতাহীনদের বোবা কান্নার মহাশব্দরা খোদার দুর্ভেদ্য আসন ছুঁতে ব্যর্থ হয়।
দলিতদের নীরস চাহনির দীর্ঘশ্বাস
ঘোরপাক খেয়ে পতিত হয় মরা পাথরের বুকে।
এখানে মুখে বুলেট ফুটানো বুদ্ধিজীবীদের অনুসরণ করে অন্ধকারে এগিয়ে যাচ্ছে
ছাইপাঁশ ভর্তি মস্তিষ্কের দ্বিপদী প্রাণীগুলো।
আমি বাস করছি অত্যাধুনিকতা মোড়ানো উশৃঙ্খলিত ত্রাসের এ জলাভূমিতে দুর্বৃত্ত কবলিত এক গোত্রে।
বাস করছি সম্ভ্রমলুণ্ঠিত বেদনা পীড়িত রাষ্ট্রে,
বলাৎকারের মহোৎসবে ঝাঁঝালো উল্লাসের এই নোংরা মানষিকতার শহরে।
সাবরিনা জাহান সুমি 

























