“আমরা একাত্তরের কথা ভুলিনি, ভুলবোনা,সত্তর,
উনসত্তর,বায়ান্নর কথা,
চিরকাল দেশপ্রেমিকদের অবদান থাকবে স্বর্ণ-অক্ষরে লেখা,
হে ‘বঙ্গবন্ধু’ তুমি দিয়েছে মোদের স্বাধীনতা।
কত মজলুম জনতা দিয়েছে অনায়াসে প্রাণ,
ঘুম থেকে জেগে দেখেছি হাজারো লাশের ঘ্রাণ।
বাংলার বুকে সেদিন নেমেছিল ঘন আঁধার কালো,
বাঙ্গালি জাতির গর্ব-অহংকার রক্ষা পায়নি
‘বঙ্গবন্ধুর শেখ মুজিবের’ পরিবার।
ভুলিনি,ভুলবোনা,হে ‘বঙ্গবন্ধু’ তোমায়;
তোমার বুকের তাজা রক্ত করেছো দান এই
সোনার বাংলায়।
রাত হলে ছোট্ট শিশুদের বুকটা করেছে ধড়পড়,
হানাদাররা চিল,শকুনের মত খেয়েছিল বাংলার
মানুষের রক্ত,
দুই লক্ষ মা-বোনের ইজ্জত করেছিল নষ্ট।
ওরা নিন্দুক,ওরা পাপী,ওরা জাহান্নামের-বাসী;
চিরদিন বাংলার মানুষের মনে বইবে ঘৃণার ঝর্ণা
ধারা।
ভুলিনি,ভুলবোনা,ত্রিশ লক্ষ শহীদের জীবন দান;
মোদের দিয়েছে এই সোনার বাংলায় স্বাধীনতা দান
আরও ভুলবোনা মজলুম চার নেতার কথা;
চিরদিন ‘বঙ্গবন্ধু’ তুমি এই সোনার বাংলায় মানুষের মনের স্মৃতিতে থাকবে গাথা।
পথে-প্রান্তরে,মাঠে-ঘাটে নির্যাতিত নক্ষত্রাদি সাড়া
দিয়েছিলো তোমায়,
বাংলার আকাশ-বাতাস গর্জে উঠেছিল সে দিন;
বাংলার মা-বোনের বুকটা করেছে চৈত্র মাসের
মত হাহাকার,করেছে নীড় ভাঙ্গা চিৎকার।
সেদিন তুমি দিয়েছো মোদের স্বাধীনতা দান।
ভুলিনি,ভুলবোনা,হে ‘বঙ্গবন্ধু’ তোমায়।
স্বাধীন বাংলার আকাশ- বাতাসে যখন কালো আঁধার নেমে আসছিল বারবার,
হে মহান নেতা ‘বঙ্গবন্ধু’ তোমার আদর্শে তোমার
স্বপ্ন পূরণে;
দেশরত্ন জনদরদী ‘শেখ হাসিনা’ গড়েছে এই ‘সোনার বাংলা’।
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে;
ভুলিনি,ভুলবোনা,এই স্বাধীনতা।
ভুলিনি,ভুলবোনা,হে,”বঙ্গবন্ধু” তোমায়।
সোনায় সোনায় ভরবে মোদের চির সবুজের দেশ
এই সোনার বাংলা।””
লেখক; মওদুদ আহম্মেদ, জাগো২৪.নেট 

























