সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, রংপুর কর্তৃক রংপুর মহানগরে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনের স্মৃতি নিয়ে রচিত ‘স্মৃতিতে রণাঙ্গন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
শনিবার (১৮ সেপ্টেম্বর) এ অনুষ্ঠানে মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি। রংপুর মহানগরের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে তাঁদের মাঝে এ বই হস্তান্তর ও বিতরণ করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, রংপুর 
























