রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তৃতীয় বিয়ে থেকে মুক্তি চান শ্রাবন্তী

কোনো ফিল্মি চিত্রনাট্যের চেয়ে কম রোমাঞ্চকর নয় রোশন-শ্রাবন্তীর কাহিনি। ২০১৯ সালের শুরুর দিকে রোশন-শ্রাবন্তীর প্রেমপর্ব নিয়ে কানাঘুষা শোনা যাচ্ছিল টালিপাড়ায়। ‘গুগলি’ ছবির প্রিমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা মেলে দুজনের। মাস কয়েকের মধ্যেই লুকিয়ে বিয়ে সারেন সুদূর পাঞ্জাবে।

বিয়ের দিন দশেক পর বিয়ের খবরে সিলমোহর দেন শ্রাবন্তী। এরপর বিদেশে হানিমুন, একসঙ্গে আদুরে ছবি পোস্ট থেকে রোমান্টিক টিকটিক ভিডিও দিতেন রীতিমতো। তবে গত বছর পুজোর আগেই ঘটে ছন্দপতন। শ্রাবন্তীর আরবানার ফ্ল্যাট ছেড়ে চলে যান রোশন।

সেই খবর ফাঁস হতে বেশি সময় লাগেনি। এর পর প্রায় এক বছর এক ছাদের তলায় থাকেননি রোশন-শ্রাবন্তী। এবার কাগজে-কলমে তিন নম্বর বিয়েটাও চুকিয়ে ফেলতে চান এই অভিনেত্রী। রোশনের কাছ থেকে মুক্তি পেতে আলিপুর আদালতে বিবাহ-বিচ্ছেদের মামলাও করলেন টালিউড অভিনেত্রী।

অথচ শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে জুন মাসে ‘বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা’ ধারায় মামলা দায়ের করেছিলেন রোশন। শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে মামলা করেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী। তার জবাবেই নাকি বিবাহ-বিচ্ছেদের মামলা করেছেন এই নায়িকা। মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।

মাত্র ১৬ বছর বয়সে ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। এরপর ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন নায়িকা। বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ২০১৯ সালের গোড়ার দিকে চূড়ান্ত হয় কৃষাণ-শ্রাবন্তীর ডিভোর্স। কয়েক মাসের মাথাতেই রোশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী।

এরপর হানিমুন, একসঙ্গে আদুরে ছবি থেকে রোমান্টিক টিকটিক ভিডিও পোস্ট করতেন এই জুটি। তবে গত বছর পুজোর আগে ঘটে ছন্দপতন। শ্রাবন্তীর আরবানার ফ্ল্যাট ছেড়ে চলে যান রোশন। সংবাদমাধ্যমের কাছে সেই খবর ফাঁস হতে বেশি সময় লাগেনি।

জনপ্রিয়

তৃতীয় বিয়ে থেকে মুক্তি চান শ্রাবন্তী

প্রকাশের সময়: ০৬:০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

কোনো ফিল্মি চিত্রনাট্যের চেয়ে কম রোমাঞ্চকর নয় রোশন-শ্রাবন্তীর কাহিনি। ২০১৯ সালের শুরুর দিকে রোশন-শ্রাবন্তীর প্রেমপর্ব নিয়ে কানাঘুষা শোনা যাচ্ছিল টালিপাড়ায়। ‘গুগলি’ ছবির প্রিমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা মেলে দুজনের। মাস কয়েকের মধ্যেই লুকিয়ে বিয়ে সারেন সুদূর পাঞ্জাবে।

বিয়ের দিন দশেক পর বিয়ের খবরে সিলমোহর দেন শ্রাবন্তী। এরপর বিদেশে হানিমুন, একসঙ্গে আদুরে ছবি পোস্ট থেকে রোমান্টিক টিকটিক ভিডিও দিতেন রীতিমতো। তবে গত বছর পুজোর আগেই ঘটে ছন্দপতন। শ্রাবন্তীর আরবানার ফ্ল্যাট ছেড়ে চলে যান রোশন।

সেই খবর ফাঁস হতে বেশি সময় লাগেনি। এর পর প্রায় এক বছর এক ছাদের তলায় থাকেননি রোশন-শ্রাবন্তী। এবার কাগজে-কলমে তিন নম্বর বিয়েটাও চুকিয়ে ফেলতে চান এই অভিনেত্রী। রোশনের কাছ থেকে মুক্তি পেতে আলিপুর আদালতে বিবাহ-বিচ্ছেদের মামলাও করলেন টালিউড অভিনেত্রী।

অথচ শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে জুন মাসে ‘বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা’ ধারায় মামলা দায়ের করেছিলেন রোশন। শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে মামলা করেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী। তার জবাবেই নাকি বিবাহ-বিচ্ছেদের মামলা করেছেন এই নায়িকা। মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।

মাত্র ১৬ বছর বয়সে ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। এরপর ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন নায়িকা। বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ২০১৯ সালের গোড়ার দিকে চূড়ান্ত হয় কৃষাণ-শ্রাবন্তীর ডিভোর্স। কয়েক মাসের মাথাতেই রোশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী।

এরপর হানিমুন, একসঙ্গে আদুরে ছবি থেকে রোমান্টিক টিকটিক ভিডিও পোস্ট করতেন এই জুটি। তবে গত বছর পুজোর আগে ঘটে ছন্দপতন। শ্রাবন্তীর আরবানার ফ্ল্যাট ছেড়ে চলে যান রোশন। সংবাদমাধ্যমের কাছে সেই খবর ফাঁস হতে বেশি সময় লাগেনি।