” মানুষ মানুষের জন্য, একটু সহানুভূতি মানুষ কি পেতে পারেনা”। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুরে টাকার অভাবে পায়ের অপারেশন করতে পারছে না অসুস্থ মোয়াজ্জেম মশিউর রহমান।
এতে করে স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারায় কোনো প্রকার কাজ করতে না পারায় চিকিৎসা হচ্ছেনা তার। এতে করে অসহায় জীবন কাটছে তার।
মশিউর রহমান জানান, তিনি একটি মাদ্রাসায় মোয়াজ্জেম পদে কাজ করতেন। দূর্ঘটনায় দুটি পায়ের রগ ছিড়ে গেলেও একটি অপারেশন করে ভাল হলেও টাকার অভাবে আরেকটি পা অপারেশন করতে না পারায় বর্তমানে বেকারত্ব জীবন লাভ করছে। এতে করে চিকিৎসার খরচ জোগাতে পারছেনা।
বর্তমানে পায়ের অপারেশন করতে প্রায় দেড় লক্ষ টাকার প্রয়োজন। পায়ের অপারেশন করে ভাল হলে তিনি আবার কর্মজীবনে ফিরে যেতে পারবেন। তার পায়ের অপারেশন টাকার জন্য তিনি সমাজের বিত্তশালী সহ সরকারি কর্মকর্তাদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন। তাকে সাহায্যের জন্য ০১৭৪৪৮৮৬৮২৭৩ নম্বরে যোগাযোগ করতে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, তার এ রকম অসুস্থতার জন্য গাইবান্ধা সাংবাদিকদের পক্ষ হতে তাকে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিএনএন টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারহান শেখ, বিডি গাইবান্ধা ডট নিউজ বার্তা সম্পাদক ও দৈনিক নতুন দিন পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা, মাতৃছায়ার প্রতিনিধি ফয়সাল রহমান জনি, এস,এ টিভির প্রতিনিধি কায়সার প্লাবন।
সঞ্জয় সাহা, গাইবান্ধা 























