বিজয় দিবস উপলক্ষে দুটি নতুন দেশের গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। এরমধ্যে একটি গানের শিরোনাম ‘পতাকা’। শেখ নজরুলের কথায় এ গানটির সুর করেছেন ফিদেল নাঈম। আর সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটি এইচএম ভয়েসের ব্যানারে বিজয় দিবসের প্রথম প্রহরেই মুক্তি পাচ্ছে। অন্যদিকে আরেকটি দেশের গান ঝিলিক করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে। গানের শিরোনাম ‘বিজয়ের গান’। এ গানটিও বিজয় দিবস উপলক্ষে প্রকাশ হবে।
দুটি দেশের গান বিজয় দিবস উপলক্ষে করতে পেরে বেশ উচ্ছ্বসিত ঝিলিক। তিনি বলেন, দেশের গান গাওয়ার আনন্দ অন্যরকম। কারণ এখানে আবেগ কাজ করে একটা। দেশকে আমরা সবাই ভালোবাসি। সেটা শিল্পী হিসেবে বিজয় দিবসে প্রকাশ করতে পারছি এটা আমার জন্য বড় বিষয়। আমার বিশ্বাস দেশের দুটি গানই শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।
বিনোদন ডেস্ক 

























