বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা: কানু পানু

কানু পানু

কবি হাবিবুর রহমান

 

কানু পানুর দুই ছেলে

হিংসে ভড়া দুই মন,

নিন্দের খেলায় মাতে

জমি ভিটা আছে ধন৷

কানুর ছেলে যাদু মিতা

ডাল চোয়ানীতে ডুবে,

পানুর বাড়ি চকচকে

কানু যায়না তো পূবে।

ইয়াবা গাজা সবি টানে

বাপ রাখেনা খবর,

পানু মিয়ার দুই ছেলে

মানুষের খায় চড়।

মিটু পিন্টু দুই ভাই

বাপের টাকায় হাত,

তারা মেয়ে পাড়ায় গিয়ে

কাটায় সুখের রাত।

কানু পানুর ছেলে জেলে

জমি ভিটা সবি গেছে,

কানু পানু তাকিয়ে আছে

তারা দুই চোখ মুছে৷

কানু পানুর সম্বল

বাড়ি এই ভ্যান গাড়ি,

তাদের শক্তিতে চলে

তিন বেলা চুলো হাড়ি।

জনপ্রিয়

কবিতা: কানু পানু

প্রকাশের সময়: ১০:৫৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

কানু পানু

কবি হাবিবুর রহমান

 

কানু পানুর দুই ছেলে

হিংসে ভড়া দুই মন,

নিন্দের খেলায় মাতে

জমি ভিটা আছে ধন৷

কানুর ছেলে যাদু মিতা

ডাল চোয়ানীতে ডুবে,

পানুর বাড়ি চকচকে

কানু যায়না তো পূবে।

ইয়াবা গাজা সবি টানে

বাপ রাখেনা খবর,

পানু মিয়ার দুই ছেলে

মানুষের খায় চড়।

মিটু পিন্টু দুই ভাই

বাপের টাকায় হাত,

তারা মেয়ে পাড়ায় গিয়ে

কাটায় সুখের রাত।

কানু পানুর ছেলে জেলে

জমি ভিটা সবি গেছে,

কানু পানু তাকিয়ে আছে

তারা দুই চোখ মুছে৷

কানু পানুর সম্বল

বাড়ি এই ভ্যান গাড়ি,

তাদের শক্তিতে চলে

তিন বেলা চুলো হাড়ি।