ছোট পর্দার সুঅভিনেত্রী ও নৃত্যশিল্পী সাবরিনা সাফি নিসা। স্বামী-সন্তান ও সংসার সামলানোর পর বাকি সময়টা শোবিজের কাজে দিচ্ছেন তিনি। তবে তার মেয়ে ছোট হওয়ায় আগের থেকে কাজ কম করছেন এ অভিনেত্রী। বর্তমানে ধারাবাহিক নাটকের টানা ব্যস্ততায় সময় পার করছেন নিসা। এর মধ্যে আজ পর্যন্ত তিনি শুটিং করেছেন দীপ্ত টিভি’র ‘মান অভিমান’ ধারাবাহিকের। আশীষ রায় পরিচালিত এ ধারাবহিকে নেতিবাচক চরিত্রে কাজ করছেন তিনি। এর বাইরে আগামীকাল থেকে নিসা শুরু করবেন আরটিভি’র ‘বাজিমাত’ ধারাবাহিকের শুটিং। মুসাফির রনির নাটকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে এ অভিনেত্রীর।
নিসা বলেন, তিন বছর আমি ধারাবাহিকে কাজ করিনি। আমার মেয়ে ইনসিয়া এখনো ছোট। তবে ‘মান অভিমান’ ধারাবাহিকের মাধ্যমে কাজটা শুরু করি। কারণ এর কাজ খুব গোছানো। এখানে নেচিবাচক চরিত্রে কাজ করছি। একটা চ্যালেঞ্জও আছে এখানে। এদিকে, নাটকের বাইরে নৃত্যশিল্পী হিসেবে আলাদা কদর রয়েছে নিসার। বর্তমানে তিনি বাংলাদেশ শিশু একাডেমির নাচের শিক্ষকের দায়িত্ব পালন করছেন। নাচ নিয়ে নিসা বলেন, নাচ আমার ভালোবাসার জায়গা। এখন শো করছি টুকটাক করে। পাশাপাশি শিশু একাডেমি খুলেছে সম্প্রতি। আবার নাচের শিক্ষকতায় ব্যস্ত হয়ে পড়তে হচ্ছে। তাছাড়া কিছু শো নিয়ে কথা চলছে। ব্যাটে-বলে মিললে করবো। সুত্র: মানবজমিন
বিনোদন ডেস্ক, জাগো২৪.নেট 
























