নিজে ফুল আমারে চায়
কবি হাবিবুর রহমান
সিংড়া।
খোঁপার ফুল দেখি চুল,
হাত ছুই যদিও ভুল।
সুন্দরী জলে কি খেলা?
জলেতে ভেসে যায় মালা।
কালো টিপ হারিয়ে যায়,
ওটিপ জল কন্যা পায়।
খোঁপার ফুলে জল সুখি,
আমি জলে আদর মাখি।
সুন্দরী দেখে ঐ চাঁদ,
স্বপ্নে কাঁটাই রাত।
দুষ্ট পাখি খেলে গায়ে,
খোঁপার ফুল তার পায়ে।
ফুল উঠিয়ে নিই হাতে,
সুন্দরী দেখি প্রেমেতে।
ও ফুল গন্ধ ছড়ায়,
নিজে ফুল আমারে চায়।
ঠোঁন যেন কবিতা লতা,
আমি বাঁধিই বেনি ফিতা।
আমি পিছু যাই ফুলের,
হাসি যেন তার চাঁদের।
নিজে ফুল আমারে চায়,
প্রেমে বেঁচে রই ধরায়।
কবি হাবিবুর রহমান, জাগো২৪.নেট, সিংড়া, নাটোর 

























