গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশনের বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট মো. সাজু মিয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও তার পিতাকে হত্যার বিচার দাবিতে মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় বার এ্যাসোসিয়েশন ভবনের নিচে সাধারণ আইনজীবী ব্যানারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশ শুরুর আগে আইনজীবী গানের অংশগ্রহণে একটি প্রতিবাদ র ্যালি বার ভবনের নিচে শুরু হয়ে ডিসি অফিস এর সামনে থেকে ঘুরে আবার বার ভবনের নিচে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আহসানুল করিম লাচু , সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট জিএসএম আলমগীর, অ্যাডভোকেট এতেশামুল ইমরান, বারের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরোয়ার হোসেন বাবুল, অ্যাডভোকেট পীযূষ কান্তি পাল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট এসএম ফয়সাল হোসেন, অ্যাডভোকেট আশরাফ আলী, অ্যাডভোকেট রেজা মিয়া প্রমুখ।
বক্তারা অতিদ্রুত দোষী ব্যক্তিদের আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।
উল্লেখ্য, বিগত ২১ জানুয়ারি সন্ত্রাসী হামলায় গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট সাজু মিয়ার পিতা খন্দকার জামাত আলী মৃত্যুবরণ করেন এবং অ্যাডভোকেট সাজু মিয়া ও গোবিন্দগঞ্জ বার অ্যাসোসিয়েশনের শিক্ষানুবিস আব্দুর রশিদ গুরুতর আহত হন । এই হামলাকে কেন্দ্র করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
























