বাংলাদেশ আওয়ামী লীগ, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শাখা কমিটির ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। আগামী ১৫ মার্চ এ কাউন্সিল সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি কমিটিসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান খন্দকার তার ফেসবুক আইডিতে ওইসব কমিটির তালিকা পোষ্ট দিয়েছেন। আগামী ১৫ মার্চ সকাল ১১ টায় সাদুল্লাপুর বহুমূখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে।
কাউন্সিল প্রস্তুতি কমিটিতে যারা-
আহ্বায়ক হিসেবে মো. জিল্লুর রহমান খন্দকার, যুগ্ম আহ্বায়ক মো. শামসুজ্জোহা প্রামাণিক রাঙ্গা, সদস্য সচিব এসটিএম রুহুল আলম, সদস্য মো. জাহাঙ্গীর আলম মন্ডল, শ্রী রনজিত অধিকারী, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুন্নবী সরকার তারা, শ্রী মনোরন্জন সরকার ও মো. শামছুল ইসলাম।
অভ্যর্থনা কমিটিতে-
আহ্বায়ক হিসেবে শাহ মোহাম্মদ আলী, সদস্য অধ্যক্ষ (অব:) মো. জাকারিয়া খন্দকার, মো. মোজাহারুল ইসলাম, প্রভাষক আ. জলিল, সাহারিয়া খাঁন বিপ্লব, মো. মোস্তাফিজার রহমান মিন্টু, এমএস রহমান, মোছা: রেহেনা বেগম, এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন, মো. জহুরুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মো: রূহুল আমিন জুয়েল, মো. আরিফুল ইসলাম আরিফ, মো. মাসুদ রানা, মোছা. মাহমুদা বেগম, মো. মোন্তেজার রহমান চন্চল ও অন্যান্য সহযোগী সংগঠনের সভাপতি- সাধারণ সম্পাদক।
প্রচার ও ডেকোরেশন উপকমিটিতে-
আহ্বায়ক হিসেবে শ্রী বাবলু চন্দ্র সাহা, যুগ্ম আহ্বায়ক মো. সাজু মিয়া, সদস্য মো. সাইফুল ইসলাম ছবু, মো. ওসমান গনি, মো. আ. রউফ বিএসসি, মো. আহসান হাবিব বাবু প্রামানিক ও এসটিএম হাসিব উল আলম সেলিম।
আপ্যায়ন ও খাদ্য উপকমিটিতে-
আহ্বায়ক হিসেবে মো. নুরুল হক বকসি রাজা, যুগ্ম আহ্বায়ক মো. তৈয়ব আলী, সদস্য মো. সহিদুল্লাহেল কবির ফারুক, মো. আংগুর মিয়া, মো. মজিদুল হক সরকার টিটু।
এছাড়া, সকল অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ-প্রতিনিধিকে প্রস্তুতি কমিটি কোঅপ্ট করতে পারবেন।

স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















