রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

সোনাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন ডেস্ক, জাগো২৪.নেট
  • প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
বড় ধরনের আইনি ঝামেলায় জড়িয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আর্থিক প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে জারি করা হয়েছে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা।
ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রায় ৪২ লাখ টাকা (৩৭ লাখ রুপি) নিয়েছিলেন সোনাক্ষী, কিন্তু সেখানে যাননি তিনি। তাই সেই অনুষ্ঠানের পরিকল্পনাকারী প্রমোদ শর্মা অভিনেত্রীর বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ এনেছেন।
অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় সোনাক্ষীর কাছ থেকে সেই টাকা ফেরত চাওয়া হয়। তবে টাকা ফিরিয়ে দিতে অস্বীকার করেন তার ম্যানেজার। এ নিয়ে একাধিকবার অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া না পাওয়ায় থানায় প্রতারণার অভিযোগ করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, সোনাক্ষী নিজের বয়ান দিতে ইতোমধ্যেই হাজির হয়েছেন উত্তরপ্রদেশের মোরাদাবাদে। তবে একাধিকবার ডাকার পরেও অনুপস্থিত থাকায় আদালত থেকে সোনাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
কয়েক দিন আগে সালমান খান, পূজা হেগড়ে, দিশা পাটানির সঙ্গে দাবাং ট্যুর সেরে ভারতে ফিরেছেন অভিনেত্রী। আগামীতে সোনাক্ষীকে দেখা যাবে হুমা কুরেশির সঙ্গে ডবল এক্সেল সিনেমায়। এ ছাড়া রিতেশ দেশমুখের সঙ্গে কাকুদা সিনেমাতেও দেখা যাবে তাকে। সুত্রঃ দৈনিক বাংলা

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন