বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা: হৃদয়ে প্রেম

হৃদয়ে প্রেম
মাইন উদ্দিন আহমেদ
ছেলেটার মধ্যে ছিলো চমৎকার এক হৃদয়,
বয়স বাড়ার সাথে সাথে হলো প্রেম উদয়।
যখন সে দেখেছিলো মিষ্টি একটি মেয়ে,
বায়ুতাড়া কেশরাশি আসছিলো ধেয়ে।
ছেলেটার নাকে এলো প্রেমেরই সুবাস,
হঠাৎ সে হয়ে গেলো ভীষণ উদাস।
সবাই করলো খেয়াল কিছু একটা হয়েছে,
কিন্তু সন্দেহ হলো সে কি কিছু বুঝেছে?
ঘনিষ্ঠজন সুধায় তারে: কি হয়েছে তোর,
প্রচ্ছন্ন করেছে তোকে এ কিসের ঘোর?
যুবক দেখায় তারে সুন্দরী এক মেয়ে,
কখনোই যার সাথে হবেনা তার বিয়ে!
জনপ্রিয়

কবিতা: হৃদয়ে প্রেম

প্রকাশের সময়: ০৪:৫৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
হৃদয়ে প্রেম
মাইন উদ্দিন আহমেদ
ছেলেটার মধ্যে ছিলো চমৎকার এক হৃদয়,
বয়স বাড়ার সাথে সাথে হলো প্রেম উদয়।
যখন সে দেখেছিলো মিষ্টি একটি মেয়ে,
বায়ুতাড়া কেশরাশি আসছিলো ধেয়ে।
ছেলেটার নাকে এলো প্রেমেরই সুবাস,
হঠাৎ সে হয়ে গেলো ভীষণ উদাস।
সবাই করলো খেয়াল কিছু একটা হয়েছে,
কিন্তু সন্দেহ হলো সে কি কিছু বুঝেছে?
ঘনিষ্ঠজন সুধায় তারে: কি হয়েছে তোর,
প্রচ্ছন্ন করেছে তোকে এ কিসের ঘোর?
যুবক দেখায় তারে সুন্দরী এক মেয়ে,
কখনোই যার সাথে হবেনা তার বিয়ে!