সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফালোআপ: পিটুনীতে মারা গেল সেই হনুমানটি

গাইবান্ধার সদর উপজেলায় খাবার সন্ধানে লোকালয়ে ছুটছে আসে একটি হনুমান। সেটি স্থানীয় উৎসুক জনতার পিটুনীতে আহত হয়ে মারা গেছে।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার লক্ষিপুর ইউনিয়নের মৌজা মালীবাড়ী এলাকায় হনুমানটি মারা যায়।

এর আগে শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের বারুইপাড়া গ্রামের আনিছুর মাস্টারের বাড়ির উঠানে ও গাছে অবস্থান করছে বিরল প্রজাতির হনুমানটি। এর পর থেকে উৎসুক জনতার ধাওয়ায় হনুমানটি বিভিন্ন স্থান পরিবর্তন করতে থাকে।

এরই ধারাবাহিকতায় শনিবার (৯ জানুয়ারি) দুপুরে পার্শ্ববর্তী লক্ষিপুর ইউনিয়নের মৌজা মালীবাড়ী গ্রামের একটি বেগুন ক্ষেতে হনুমানটি আশ্রয় নেয়। এসময় গ্রামের কতিপয় জনতার পিটুনীতে মারাত্বক আহত হয় হনুমানটি। পরে গ্রামবাসী পশু চিকিৎসক ডেকে এনে আহত হনুমানটির চিকিৎসা দিলেও বাঁচানো যায়নি হনুমানটিকে।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাফিউল ইসলাম জাগো২৪.নেট-কে বলেন, এই ঘটনা খুবই দুঃখজনক এবং হতাশার। বিষয়টি আমাদেরকে জানালে হনুমানটি উদ্ধারের উদ্যোগ নেওয়া যেত।

জনপ্রিয়

ফালোআপ: পিটুনীতে মারা গেল সেই হনুমানটি

প্রকাশের সময়: ০৮:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১

গাইবান্ধার সদর উপজেলায় খাবার সন্ধানে লোকালয়ে ছুটছে আসে একটি হনুমান। সেটি স্থানীয় উৎসুক জনতার পিটুনীতে আহত হয়ে মারা গেছে।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার লক্ষিপুর ইউনিয়নের মৌজা মালীবাড়ী এলাকায় হনুমানটি মারা যায়।

এর আগে শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের বারুইপাড়া গ্রামের আনিছুর মাস্টারের বাড়ির উঠানে ও গাছে অবস্থান করছে বিরল প্রজাতির হনুমানটি। এর পর থেকে উৎসুক জনতার ধাওয়ায় হনুমানটি বিভিন্ন স্থান পরিবর্তন করতে থাকে।

এরই ধারাবাহিকতায় শনিবার (৯ জানুয়ারি) দুপুরে পার্শ্ববর্তী লক্ষিপুর ইউনিয়নের মৌজা মালীবাড়ী গ্রামের একটি বেগুন ক্ষেতে হনুমানটি আশ্রয় নেয়। এসময় গ্রামের কতিপয় জনতার পিটুনীতে মারাত্বক আহত হয় হনুমানটি। পরে গ্রামবাসী পশু চিকিৎসক ডেকে এনে আহত হনুমানটির চিকিৎসা দিলেও বাঁচানো যায়নি হনুমানটিকে।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাফিউল ইসলাম জাগো২৪.নেট-কে বলেন, এই ঘটনা খুবই দুঃখজনক এবং হতাশার। বিষয়টি আমাদেরকে জানালে হনুমানটি উদ্ধারের উদ্যোগ নেওয়া যেত।