ঝিনাইদহ ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল সবার প্রিয়ো ফুটবল এই স্লোগান কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামে বিশাল এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় গুড়পাড়া ফুটবল মাঠে খেলায় অংশগ্রহণ করেন খুলনা জেলা একাদশ বনাম গুড়পাড়া আদর্শ ফুটবল ক্লাব একাদশ।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক উপভোগ করে খেলাটি। মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ৯০ মিনিটের খেলায় গুড়পাড়া আদর্শ ক্লব ১-০ গোল জয়ী হয়।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই প্রীতি ফুটবল ম্যাচে জয়-পরাজয় বড় বিষয় নয়। ম্যাচটির মধ্যে দিয়ে সবার মনে ভাতৃত্ব ও সৌহার্দের মেলবন্ধনকে আরো শক্ত করবে। একই সঙ্গে এ ম্যাচটি তাদের মধ্যে এক অন্যরকম আনন্দের শিহরণ জাগানিয়া হয়ে থাকবে। তাই ভবিষ্যতেও এ ধরণের বিনোদনমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। কিছু দর্শকের সাথে কথা বল্লে তারা বলেন,খেলার ফলাফল যাই হোক, শেষ পর্যন্ত দু’দলের খেলোয়াড়রা দারুণ খেলেছেন এবং সমর্থকেরাও দারুণ আনন্দ-উচ্ছ্বাসে মেতে ছিলেন। এমন আয়োজন আবারো করার জন্য গুড়পাড়া গ্রামবাসির কাছে দাবি জানাচ্ছি।
বাশার খোন্দকার, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ঝিনাইদহ 

























