লালমনিরহাটে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সরকারি করিম উদ্দিন কলেজকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আদিতমারী সরকারি কলেজ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও লালমনিরহাট ক্রীড়া অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল ৩টায় লালমনিরহাট হোসেন শহীদ সোহরওয়ার্দী রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি।
খেলার শুরুতে আক্রমণাত্মক খেলা দেখায় দল দু’টি। বারবার গোলের সুযোগ পেয়েও গোলের দেখা পাননি কোনো দল। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় উভয় দল। দ্বিতীয়ার্ধের গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। যার ফলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে।
গত ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে জেলার ১২টি কলেজ অংশগ্রহণ করে। সেরা দুই দল হিসেবে আদিতমারী সরকারি কলেজ ও সরকারি করিম উদ্দিন কলেজ ফাইনালে ওঠে। এছাড়া এই দুই দল রংপুরে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।
খেলা শেষে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) রাসেল মিয়া। বক্তব্য রাখেন ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 

























