লালমনিরহাটে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আদিতমারী উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিকেলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মাঠে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এ টুর্নামেন্টের আয়োজন করে। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুুরস্কার তুলে দেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
এ সময় জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, আজকের এই ফুটবল টুর্নামেন্টের মূল সুর ছিল তরুন প্রজন্মকে মাদক থেকে দূরে সরিয়ে স্মার্ট, ফিট, হ্যাণ্ডসাম তৈরি করা। ফুটবল খেলোয়ারা হবে অনুকরনীয় ও অনুস্মরনীয় তাদের কাজ চালচলন হবে অন্যরকম। ফুটবল খেলোয়াড়রা শুধু ফুটবল খেলবে না সমাজের বিভিন্নকাজ ও দুযোর্গে সবার আগে এগিয়ে গিয়ে কাজ করে সমাজের আইকন হবে। এ খেলা মাদকের বিরুদ্ধে যুদ্ধ। উদ্ধোধনে তোমরা শপথ করেছো মাদকের বিরুদ্ধে। আমাদের সমাজ ব্যবস্থায় ফুটবল খেলোয়াড়রা হিরো। আজকের চ্যাম্পিয়ান আদিতমারী উপজেলা ফুটবল দল হচ্ছে মাদকের বিরুদ্ধে বিশেষ দূত। যেখানেই মাদকের ছোবল সেখানেই তারা হানা দিবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেনের সভাপতিত্বে টুর্নামেন্টে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম ও মাদকদ্রব্য অধিদপ্তর লালমনিরহাট কার্যালয়ের অতিরিক্ত সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 
























