গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় সুন্দরগঞ্জ পৌরসভা ০৪-০১ গোলে কঞ্চিবাড়ী ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
রোববার সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে দুপুর ২ টার দিকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো নাজির হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন- উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর আমীর অধ্যক্ষ মুহা: একরামুল হক বাবলু, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহম্মেদ, পৌর আহবায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া, উপজেলা সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিক ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হাকিম আজাদ প্রমূখ।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
























